চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২২, ১২:১৮
অ- অ+

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ইবনে মাজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাদ্রাসা পাড়ায় তার নানার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় ইবনে মাজ।

নিহত ইবনে মাজ মেহেরপুর সদর উপজেলার বাড়াদি বাজার পাড়ার বুলবুল আহম্মেদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বুলবুল আহম্মেদ চুয়াডাঙ্গা বিএডিসি’র গাড়ি চালক এবং বর্তমানের চুয়াডাঙ্গা শহরের ঈদগাহ পাড়ায় ভাড়ায় বসবাস করে আসছেন। ক’দিন আগে ইবনে মাজ তার মায়ের সাথে নানার বাড়ি মেহেরপুরের গাংনীতে বেড়াতে যায়। রবিবার সকাল ৭টার দিকে নানার বাড়ির সিড়িঘরের নিচে থাকা বৈদ্যুতিক পানির পাম্পের তারে হাত দিলে তার শরীরে বিদ্যুতায়িত হয়। ইবনে মাজকে অনেক খোঁজা-খুঁজির পর সিড়িঘরের নীচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ইবনে মাজ নামের দুই বছর বয়সী এক শিশুকে জরুরি বিভাগে আনা হয়। আমরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার অগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা