নরসিংদীতে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২২, ১৬:০২
অ- অ+

নরসিংদীতে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম অনিল পাল (৪৫)। এসময় তার স্ত্রী গীতা পাল আহত হয়েছেন।

সোমবার রাতে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস।

স্থানীয় ইউপি সদস্য কিরণ প্রদান বলেন, সোমবার রাত ৩টার দিকে অনিল পালের বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। এতে তার স্ত্রী গীতা বাঁধা দিতে গেলে তিনি আহত হন। পরে তার চিৎকারে আশপাশের মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান।

ওসি মো. ইলিয়াস বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
ব্যাংককে মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন 
যাত্রাবাড়ীর দনিয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিল কারা?
সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা