ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বগুড়া আজিজুল হক কলেজ শিক্ষক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২২, ১১:৪৫| আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৩:০০
অ- অ+

বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জিন্নাতুল ইসলাম প্রামাণিক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিন্নাতুল ইসলাম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার সকালে ওই ছাত্রী বগুড়া সদর থানায় ধর্ষণের অভিযোগ দিলে সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর রানারসিটি হাউজিংয়ের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রাত ১২টার আগে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩-৪ বছর আগে ওই ছাত্রীর সঙ্গে প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত শিক্ষক জিন্নাতুলের পরিচয় ঘটে। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এমন সময় জিন্নাতুল ওই ছাত্রীর কিছু নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে এসব ছবি ও ভিডিও দেখিয়ে ছাত্রীকে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। সর্বশেষ গত ১০ অক্টোবর দুপুরে শিক্ষক নিজ বাড়িতে তাকে কয়েকবার ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর গত ৩১ অক্টোবর বিকেলে শহরের জলেশ্বরীতলার একটি রেস্টুরেন্টে ছাত্রীকে ডেকে নেন জিন্নাতুল। এসময় তাকে সন্তান নষ্ট করার জন্য হুমকি এবং মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর লিখিত অভিযোগ দেয়ার পর শিক্ষককে আটক করা হয়। পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

(ঢাকাটাইমস/২নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সংকট চরমে
বাজারে ফলের দাম চড়া , সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা
জবি শিক্ষার্থীদের সনদ পেতে দপ্তরে-দপ্তরে ধরনা, অটোমেশনের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা