কবে আসবে চঞ্চল চৌধুরীর ‘কারাগার’-এর দ্বিতীয় সিজন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২২, ১১:০৪
অ- অ+

সদ্য কলকাতায় শেষ হওয়া চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে শুধু একটা নামই বারবার উচ্চারিত হয়েছে, চঞ্চল চৌধুরী। সেখানে প্রদর্শিত ২৫টি সিনেমার মধ্যে চঞ্চল অভিনীত ‘হাওয়া’ সবচেয়ে বেশি সাড়া ফেলেছে।

এই ছবি মুক্তির আগে অভিনেতার ‘কারাগার’ ওয়েব সিরিজটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। সেখানে চঞ্চলের অভিনয় মন জিতে নিয়েছে দুই বাংলার দর্শকেরই। তারপর থেকেই উৎসাহ ছিল কবে আসবে ‘কারাগার’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, ‘সিদ্ধান্ত হইচই-এর। সবাই অপেক্ষায় আছে। শুধু বলতে পারি, খুব শিগগিরই আসছে ‘কারাগার’-এর দ্বিতীয় সিজন। শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। তাই বেশি দিন অপেক্ষা করতে হবে না।’

গত ১৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পেয়েছিল চঞ্চলের ‘কারাগার’ সিরিজ। যিনি ২৫০ বছর ধরে জীবিত। কিন্তু ৫০ বছর ধরে জেলে বন্দি, যার তালা খোলা হয়নি বহু বছর ধরে। সেখানেই এই রহস্যজনক আসামিকে দেখে চমকে ওঠে দুই বাংলার দর্শক।

দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। গায়ে কালশিটের দাগ। কথাও বলতে পারছেন না। ইশারায় বোঝান তিনি মীরজাফরের খুনি। রহস্য জিইয়ে রেখেই শেষ হয় কারাগারের প্রথম সিজন।

সেই রহস্যের উন্মোচন হবে সিরিজটির দ্বিতীয় সিজনে। তারই অপেক্ষায় রয়েছে দর্শক। তবে চঞ্চল মুক্তির তারিখ না জানালেও শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর আসছে সিরিজটির দ্বিতীয় সিজন। এই সিজনে গল্প আরও জমে উঠবে বলে জানান স্বয়ং চঞ্চল।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শপিং মলে ধাক্কা দিয়ে টাকা ও স্বর্ণ চুরি, নারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
তারেক রহমানকে যুবদলের সম্মাননা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
ফ্রান্সের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা আলি আকবর পাচ্ছেন ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা