বন্দরে মাকে গলাকেটে হত্যা করে পালিয়েছে ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২২, ১৬:২৩
অ- অ+

নারায়ণগঞ্জের বন্দরে ছুরি দিয়ে গলা কেটে মাকে হত্যা করে পালিয়ে গেছে ছেলে। উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের জহরপুর গ্রামে সোমবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার (৫৫) মুছাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের জহরপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী। তিনি তার একমাত্র ছেলে সজিব মিয়াকে (৩০) নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, সজিব একজন মানসিক প্রতিবন্ধী রোগী। দীর্ঘদিন যাবৎ সে মানসিক ভারসাম্যতায় অবস্থায় ভুগছে। আজ ভোরে ঘরের ভেতর মাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে ছড়িকাঘাত করে ছেলে সজীব। একপর্যায়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে সজীব। এসময় আয়েশার ডাক-চিৎকারে তার ছোট বোন আঞ্জুমান ছুটে আসে আয়েশাকে মাটিতে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় সজীব তার মাকে রেখে পালিয়ে যায়।

ওসি আরো জানান, নিহতের আয়েশার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক সজিবকে আটকদের চেষ্টা চলছে৷ এ ঘটনায় হত্যা মামলা হবে থানায়৷

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
তেহরিক-ই-তালেবান পাকিস্তানে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা