আরও দু বছর যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার থাকছেন আশিকুন নবী চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৫:১৪ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০২২, ১৫:০৩

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. আশিকুন নবী চৌধুরী।

আগামী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. আশিকুন নবী চৌধুরীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় আগামী ২১ নভেম্বর ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে ৩১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ পুনঃনিয়োগের ক্ষেত্রে বর্তমান চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে সরকারের সাথে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

ঢাকাটাইমস/২০নভেম্বর/এসএস/এফএ

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :