চট্টগ্রামের নতুন ডিসি ফখরুজ্জামান, মমিনুর যাচ্ছেন ঢাকায়
চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২২, ১৩:৩৩

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. মমিনুর রহমান ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, ২০২১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মো. মমিনুর রহমান।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম এবং ঢাকা ছাড়াও দেশের ২১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি জানানো হয়।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এআর)

মন্তব্য করুন