নেদারল্যান্ডসের মুখোমুখি ইকুয়েডর, স্কোয়াডে আছেন যারা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ২১:৪৯| আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২১:৫৪
অ- অ+

কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিনের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ইকুয়েডর। এ গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে নেদারল্যান্ডস ও ইকুয়েডর।

এদিকে প্রথম ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী দুদল এ ম্যাচে জয় ছিনিয়ে নিতে মুখিয়ে আছে। দুদলই সমান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। শেষ ষোলতে জায়গা করে নিতে চায় বিশ্বকাপে শুভ সূচনা করা ডাচ ও ল্যাতিনরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের উদ্বোধনীতে স্বাগতিক কাতারকে হারিয়েছে ইকুয়েডর, অপরদিকে ডাচদের কাছে হারে সেনেগাল।

শক্তির বিচারে ডাচদের থেকে অনেকটা পিছিয়ে থাকা ল্যাতিন দেশটি আজকের ম্যাচে কিছুটা সতর্কই থাকবে।

দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:

নেদারল্যান্ডস (৩-৪-১-২): নোপার্ট (গোলরক্ষক), ভ্যান ডাইক, আকে, টিম্বার, ডি ইয়ং, কোপমেইনারস, ক্লাসেন, ব্লিন্ড, ডামফ্রিস, বার্গউইন, গাকপো।

ইকুয়েডর (৫-৪-১): গালিন্দেজ (গোলরক্ষক), তরেস, হিনকাফে, জ্যাকসন পোরোজো, এস্তুপিনান, প্রিসিয়াডো, ক্যাসেদো, মেন্দেজ, এস্তারদা, প্লাতা, ভ্যালেন্সিয়া।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা