দেখে নিন আর্জেন্টিনা-মেক্সিকোর একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০১:৫১ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২২, ০০:৫০

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হারের মাধ্যমে খাঁদের কিনায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আর হারা যাবে না লিওনেল মেসিদের। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আজ লড়ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এ পর্যন্ত বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ৩টি ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা ৬-৩ গোলে মেক্সিকোকে হারিয়েছিল। দ্বিতীয়বার দেখা হয় ২০০৬ সালে। সেবার আর্জেন্টিনা জয় তুলে নেয় ২-১ গোলে। ২০১০ সালে তৃতীয়বারের মতো মুখোমুখি হয়ে ৩-১ গোল জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

এছাড়া আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের পরিসংখ্যান বলছে এ পর্যন্ত দুদল মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৬ ম্যাচে জয় পায় আর্জেন্টিনা, অপরদিকে মেক্সিকোর জয় ৫ ম্যাচে। বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনা একাদশ (৪-৩-৩):

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

কোচঃ লিওনেল স্কালোনি

মেক্সিকো একাদশ (৪-৩-৩):

গুইলারমো ওচোয়া, হেক্টর মোরেনো, আরাউহো, জেসুস গালারডো, সিজার মন্টেস, গালার্দো, গুয়ারদাদো, হেক্টর হেরেরা, লুইস শাভেজ, হার্ভিং লোজানো, অ্যালেক্সিস ভেগা।

কোচঃ টাটা মার্টিনো

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :