যশোরে কাভার্ডভ্যান চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২২, ১০:১৪| আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১০:৫৬
অ- অ+
প্রতীকি ছবি

যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেগারীতলায় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাবা-ছেলের পরিচয় মিলেছে। তারা হলেন- ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, যশোর থেকে একটি কাভার্ডভ্যান যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক দিয়ে মনিরামপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কাভার্ডভ্যানটি বেগারীতলায় এলাকায় পৌঁছায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলেকে চাপা দিয়ে সামনের হোটেলে ঢুকে পড়ে। এতে বাবা-ছেলের পাশাপাশি হোটেলের মধ্যে অবস্থানকারী আরও তিনজন নিহত হন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান দোকানে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এফএ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা