যশোরে কাভার্ডভ্যান চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২২, ১০:১৪| আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১০:৫৬
অ- অ+
প্রতীকি ছবি

যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেগারীতলায় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাবা-ছেলের পরিচয় মিলেছে। তারা হলেন- ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, যশোর থেকে একটি কাভার্ডভ্যান যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক দিয়ে মনিরামপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কাভার্ডভ্যানটি বেগারীতলায় এলাকায় পৌঁছায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলেকে চাপা দিয়ে সামনের হোটেলে ঢুকে পড়ে। এতে বাবা-ছেলের পাশাপাশি হোটেলের মধ্যে অবস্থানকারী আরও তিনজন নিহত হন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান দোকানে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এফএ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা