স্টার্লিংয়ের বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ থেকে ফিরে গেলেন দেশে

বিশ্বকাপ চলকালে নিজ বাড়িতে চুরি হয়েছে ইংল্যান্ডের তারকা ফুটবলার রাহিম স্টার্লিংয়ের। ফলে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই কাতার থেকে দেশে ফিরে গেলেন এই তারকা ফুটবলাররা। ফ্রান্সের বিপক্ষে থাকবেন কিনা- সেটা নিশ্চিত হয়ে জানা যায়নি।
ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে শনিবার রাতে স্টার্লিংয়ের লন্ডনের বাসায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, ‘এই মুহূর্তে অবশ্যই পরিবারের সাথে তার থাকাটা জরুরী। তার প্রতি আমাদের পূর্ন সমর্থন আছে। যতদিন সে থাকতে চায় তাকে ছুটি দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে তার উপর আমি কোন ধরনের চাপ দিতে চাইনা। কখনও কখনও পরিবার যখন সামনে চলে আসে তখন ফুটবলের গুরুত্ব কমে যায়।’
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মূল একাদশের বাইরে ছিলেন স্টার্লিং। অবশ্য তাতে কোনো সমস্যায় পড়তে হয়নি ইংলিশদের। বুকায়ো সাকা, মার্কোস রাশফোর্ড ও ফিল ফোডেনের গোলে জিতেছে ৩-০ গোল ব্যবধানে। (ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

মেসির গোলে জয় পেল পিএসজি

বিপিএলে হ্যাটট্রিক হাফ-সেঞ্চুরি পাকিস্তানের রিজওয়ানের

জার্মানির জার্সিতে আরও খেলতে চান নয়্যার

ব্রিসবেনকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কোচার্স

চট্টগ্রামকে হারিয়ে টানা সপ্তম জয় কুমিল্লার

বিপিএল চলাকালেই ওমরাহ করতে গেলেন সাকিব

এনজোর অভিষেকে জয়হীন চেলসি

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

কুমিল্লাকে ১৫৭ রানের টার্গেট দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
