শ্বাসরুদ্ধকর জয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ২০:১০| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২০:২৬
অ- অ+

জয়ের জন্য শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ৪০ রান। রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তেই অবস্থান করছিল সফরকারীরা। কিন্তু মোস্তাফিজুর রহমানের দারুণ নৈপুন্যে শেষ বলে ভারতকে হারাল বাংলাদেশ। আর তাতেই ৫ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগাররা। ম্যাচের শুরুতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রান তুলে স্বাগতিকরা। জবাবে ২৬৬ রানে থেমেছে সফরকারীরা।

রান তাড়া করতে নেমে দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি দুই ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। ৫ রানে কোহলি ও ৮ রানে সাজঘরের পথ ধরেন শিখর ধাওয়ান। আর আউট হওয়ার পূর্বে মাত্র ১১ রান তুলতে পেরেছেন ওয়াশিংটন সুন্দর। লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ১৪ রান।

মাত্র ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বসা ভারত দলের হাল ধরেন শ্রেয়াস আয়ার। তার সঙ্গ দেন অক্ষর প্যাটেল। এ সময় দুজন মিলে গড়েন ১০৭ রানের জুটি। তাতেই জয়ের স্বপ্ন দেখে ভারতীয় শিবির। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পান। ৮২ রানে আয়ার ও ৫৬ রানে প্যাটেল আউট হন। শেষ পর্যন্ত লড়াই করে যান ভারতীয় দলনেতা রোহিত শর্মা। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। অপরাজিত থাকেন ৫১ রানে।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট হাতে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত ১১ রানে আউট হন ওপেনার এনামুল হক বিজয়। আরেক ওপেনার লিটন কুমার দাসের ব্যাট থেকে এসেছে কেবল ৭ রান। ৮ রান করে আউট হন সাকিব আল হাসান।

নাজমুল হাসান শান্তর ব্যাটে আশার আলো দেখতে থাকে বাংলাদেশ শিবির। কিন্তু ব্যক্তিগত ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি বা-হাতি এই ব্যাটার। ৩৫ বলে ২১ রান করে আউট হন তিনি। ১২ রান করতে পেরেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। আর রানের খাতায় খুলতে পারেননি আফিফ হোসেন ধ্রুব।

মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারালে মনে হচ্ছিল একশও করতে পারবে না টাইগাররা। এমন সময় সপ্তম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। দুজন মিলে গড়েন ১৪৮ রানের জুটি। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পান। ৯৬ বলে ৭৭ রান করে সাজঘরের পথ ধরেন রিয়াদ।

এদিকে নাসুম হোসেনকে নিয়ে শেষ পর্যন্ত খেলে যান মিরাজ। নিজের ফিফটিকে রূপ দেন সেঞ্চুরিতে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটিই তার প্রথম শতরানের ইনিংস। তিনি অপরাজিত থাকেন ১০০ রানে। মাত্র ৮৩ বলে খেলা তার এই ইনিংসটি আটটি চার ও চারটি ছয়ে সাজানো। এদিকে ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন নাসুম আহমেদ।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
যশোরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
হাসিনামুক্ত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন নেই: জাগপা
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা