বিশ্বকাপ জিতলেই মেসি হবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২২, ২০:১৭
অ- অ+

১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর থেকে দীর্ঘ ৩৬ বছরে সোনালি ট্রফি ঘরে নিতে পারেনি আলবিসেলেস্তেরা। মেসির হাত ধরে ২০১৪ বিশ্বকাপে ট্রফি খুব কাছ থেকে ছিটকে যাওয়া আকাশি নীলদের চোখ এবার শিরোপায়। দল নিয়ে বেশ আশাবাদী আকাশি-নীলদের নেতা লিওনেল মেসি।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরি।

স্প্যানিশ এক পত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেন, মেসির হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় পুরো দেশ। বিশ্বকাপ জিতলেই মেসি হবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ১৯৯৩ সালের ২৮ বছর পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের খরা কাটে মেসির হাত ধরেই। এবার মেসির হাতেই আর্জেন্টিনা বিশ্বজয় করবে এমন আত্মবিশ্বাস মরিসিও ম্যাকরির।

সাক্ষাৎকারে তিনি বলেন, এবার পুরো দলটা এ বিশ্বকাপ ভীষণ উপভোগ করছে। এর কৃতিত্ব কোচ স্কালোনির প্রাপ্য। আসরে পাঁচ-ছয়টি দল সেরা। তাই যে কোনো কিছু ঘটতে পারে। ফ্রান্স ও ব্রাজিল এগিয়ে থাকলেও জিততে ভাগ্য কিছুটা হলেও সহায় থাকতে হবে।

আসরের আয়োজক কাতারের মানুষও মেসির হাতেই কাপ দেখতে চান বলেও মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক এই প্রেসিডেন্ট।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ইসি নিবন্ধন: শুরুতেই ছিটকে পড়ার ঝুঁকিতে ৬৫ দল
মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
জুলাই গণঅভ্যুত্থানে ৮৪৪ জন শহীদের নামের তালিকা গেজেটে প্রকাশ, ৮ শহীদের নাম বাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা