পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২২, ১৩:৫৫| আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৪:১৩
অ- অ+

পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন নাজমুল আহসান। তিনি এতদিন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নাজমুল আহসানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

গতবছরের ৬ ডিসেম্বর পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পান নাজমুল আহসান। এর আগে পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। পেট্রোবাংলায় আসার আগে সরকারের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন নাজমুল আহসান।

এছাড়া তিনি একসময় খুলনা ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা নাজমুল আহসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৪ সালে তিনি চাকরিতে যোগ দেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা