চুয়াডাঙ্গায় ভুয়া ডাক্তারকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
অ- অ+

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ভুয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে সোহাগ ফার্মা নামের প্রতিষ্ঠান তদারকির সময় ফার্মেসি মালিক মো. সেলিমের ভুয়া ডাক্তারির প্রমাণ পায় ভোক্তা অধিকার।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেছিলেন। অভিযান বিভিন্ন ওষুধ ফার্মেসি তদারকিকালে ওই এলাকার মদনবাবুর মোড়ে অবস্থিত মেসার্স সোহাগ ফার্মা নামক প্রতিষ্ঠানের মালিক সেলিমের ভুয়া ডাক্তারির প্রমাণ পাওয়া যায়। তার কোনো ডাক্তারির সনদ বা অনুমতি না থাকলেও মাত্র ৭দিনের এসএমসি ব্লুস্টার প্রশিক্ষণে তিনি শিশু বিশেষজ্ঞ হয়ে ৮ দিন বয়সী শিশু থেকে শুরু করে ছোট বড় সবারই চিকিৎসা ও প্রেসক্রিপশন দিচ্ছিলেন। বাচ্চাদের দিচ্ছেন বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ। তার চিকিৎসার ন্যূনতম কোনো ডিগ্রিও নেই। এই অপরাধে মো. সেলিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, একই অভিযানে মেসার্স মেসার্স সেবা ক্লিনিক এর মালিক মো. আব্দুর রাজ্জাককে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৫১ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চিকিৎসার ন্যূনতম কোন ডিগ্রিও নেই সেলিমের। অথচ এলাকার লোকজনের কাছে তিনি শিশু বিশেষজ্ঞ। এন্টিবায়োটিক পর্যন্ত লিখছেন। তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাংগা মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা