কুমিল্লায় মাদকের আধিপত্য নিয়ে ছুরিকাঘাতে যুবক হত্যা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৩, ১৬:১৩
অ- অ+

কুমিল্লায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্না (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে নগরীর কুমিল্লা হাই স্কুলের পিছনে মোগলটুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্না নগরীর গাংচর চৌধুরী পাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান।

তিনি জানান, নিহত মান্না একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে মাদকসহ ৪টি মামলা রয়েছে। সোমবার রাতে মাদক নিয়ে ৪-৫ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় ছুরিকাঘাতে মান্না, জহির এবং অনিক নামের তিন মাদকব্যবসায়ী আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে মান্নার অবস্থার বেগতিক দেখে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আহত জহির এবং অনিকের নামেও একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে বুঝিয়ে দিল সরকার: ইশরাক 
জাপান স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা