উত্তরণ শিক্ষালয়ে দিনভর আয়োজন, আনন্দ-উচ্ছ্বাসে বেদে পল্লীর শিশুরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২২:৫৪ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৩, ২১:৩৮

সুবিধাবঞ্চিত বেধে সম্প্রদায়ের একঝাঁক শিশু শিক্ষার্থী। সঙ্গে ছিলেন তাদের অভিভাবক ও শিক্ষকসহ অন্যান্যরা। সবমিলে প্রায় চারশ’ মানুষের আয়োজন। দুপুরের খাওয়াসহ সারাদিন বিনোদনের নানা আয়োজনে কেটেছে তাদের। এমন আয়োজনে এর আগে কখনো অংশ নেওয়ার সুযোগ হয়নি এই মানুষদের।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামে উত্তরণ শিক্ষালয় প্রাঙ্গণে এসব আয়োজন হয়েছে শুক্রবার। এই শিক্ষালয়ের মূল প্রতিষ্ঠান উত্তরণ ফাউন্ডেশন এই আয়োজন করে। সামাজিক এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হাবিবুর রহমান। শুক্রবার দিনব্যাপী পিকনিকের এই আয়োজনে ছিল- বিশেষ ভোজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসি, উল্লাস, দৌড়াদৌড়ি, খেলাধুলা করে আনন্দে মেতে ওঠে। বিস্কুট দৌড়, চেয়ার সিটিং, মোরগ লড়াই, কবিতা আবৃতি, গান পরিবেশনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিশুরা। দুপুরে খাবার দেওয়া হয় মোরগ-পোলাও। ছিল সাপের খেলাও। সব মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাসে পুরো দিন কেটেছে তাদের। এ রকম অনুষ্ঠানে এর আগে কখনো অংশগ্রহণ করেনি বলে জানায় তারা।

উত্তরণ ফাউন্ডেশনের ডিরেক্টর ও কো-অর্ডিনেটর এম এম মাহাবুব হাসান বলেন, ‘সাভার থেকে এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত বেধে পল্লীর জনগোষ্ঠী ছাড়াও হিজড়া ও যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। বেধে পল্লীর শিশুদের পড়াশোনার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান না থাকায় আমরা উত্তরণ শিক্ষালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেই। আগামীতেও এ ধরনের সমাজকল্যাণমূলক আরো নানা কাজের পরিকল্পনা রয়েছে আমাদের।’

ফাউন্ডেশনের ডিরেক্টর ড. এবিএম আসিফ কিবরিয়া বলেন, ‘আমরা এই শিশুদের খেলায় খেলায় শেখাই যেন তারা পড়াশোনাকে উপভোগ করতে পারে। এতে পড়াশোনাকে তারা অতিরিক্ত চাপ মনে করে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি হেডকোয়াটার্সের এডিসি কাজী মাকসুদা লিমা, পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন, নাট্য পরিচালক ইরানী বিশ্বাস ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।