শনিবারের পর হতে পারে বড় ধরনের হামলা, শঙ্কা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৩, ১৫:৪৯

শনিবারের পরেইউক্রেনজুড়ে জোরদার হতে পারে রাশিয়ার হামলা। সম্প্রতি এমনটাই আশঙ্কা করছেন ইউক্রেনের চেরকাসি প্রদেশের কেন্দ্রীয় গভর্নর ইহোর তাবুরেৎস। শনিবার কিয়েভ এবং খারকিভেরে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর এমন মন্তব্য করেছেন তিনি। খবর আল-জাজিরার।

ইউক্রেনীয়দের সতর্ক করে তাবুরেৎস বলেছেন, রাশিয়া শনিবার পরে একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

তিনি বাসিন্দাদের বিমান হামলার সাইরেনের সময় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পৃথকভাবে, দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের আঞ্চলিক গভর্নর ভিটালি কিম বলেছেন, ১৭টি রাশিয়ান তুপোলেভ বোমারু বিমান তাদের বিমান ঘাঁটি থেকে যাত্রা করেছে। কিয়েভ এবং খারকিভে বিমান হামলায় গুরুতর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই তার বিবৃতি এসেছে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা জানিয়েছেন, শনিবারের হামলায় কিয়েভ অঞ্চলে মোট ১৮টি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই অঞ্চলের একটি ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা’-তে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :