কর্মকর্তাদের জনবান্ধব হওয়ার আহ্বান সিআইডি প্রধানের

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, পেশাদার ও জনবান্ধব হিসেবে নিজেদের গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।
রবিবার রাজধানীর মালিবাগের সিআইডি সদরদপ্তরে হাসিব আজিজ, কমান্ড্যান্ট, ডিটিএসের সভাপতিত্বে শিক্ষাণবিশ সহকারী পুলিশ সুপারদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর অপরাধ দমন ও প্রতিরোধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, পেশাদার ও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে সিআইডির বিভিন্নি ইউনিট (তদন্ত ইউনিটসমূহ, সাইবার পুলিশ সেন্টার, ফাইন্যানসিয়াল ক্রাইম, সিরিয়াস ক্রাইম, এলআইসি, ডিএনএ ল্যাব, কেমিক্যাল ল্যাব, ফরেনসিক ল্যাবসমূহ, ডিটিএস, আফিস, ইত্যাদি) এর কর্মকাণ্ড ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপার, সহকারী বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই প্রশিক্ষণে ৩৮তম বিসিএসের একজন এবং ৪০ তম বিসিএসের ৬৯ জনসহ মোট ৭০ জন শিক্ষাণবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেন।
ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/এএ/ইএস

মন্তব্য করুন