ইরাকের ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু, আহত কমপক্ষে ৮০
আরব উপসাগরীয় কাপের ফাইনালের পূর্বে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরার জাতীয় ফুটবল স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে দুইজন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ইরাক বনাম ওমানের ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হওয়ার কথা ছিল। খবর আল-জাজিরার।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসরার পাম ট্রাঙ্ক স্টেডিয়ামে পদদলিত হওয়ার পর দুইজন নিহত এবং প্রায় 80 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরাক ও ওমানের মধ্যকার বিরল ঘরোয়া আন্তর্জাতিক ম্যাচটি দেখার আশায় ভোর থেকেই বিপুল জনসমাগম হয়েছিল। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে ইরাক। চিকিৎসা কর্মকর্তা ও নিরাপত্তা সূত্রগুলো নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছে।
ইরাকি ফুটবল ফেডারেশনের মতে, প্রায় ৯০ শতাংশ টিকিট কিক অফের আগেই বিক্রি হয়ে গেছে। এটি অনেক ইরাকের ফুটবল ভক্তদের পাগল করে তুলেছে, বিশেষ করে যারা অন্যান্য প্রদেশ থেকে এসেছেন।
এএফপির একজন ফটোগ্রাফার বলেছেন, স্টেডিয়ামে প্রবেশের জন্য টার্নস্টাইলগুলি তখনও বন্ধ ছিল যখন পদদলিত হওয়ার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসার সময় সাইরেন বেজে ওঠে। মাঠের বাইরে অবস্থানরত ইরাকের সামরিক বাহিনী ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে।
কয়েক দশকের সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে ইরাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ১৯৭৯ সালের পর এই প্রথম ইরাক আরব উপসাগরীয় কাপ আয়োজন করে। কয়েক দশকের সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার পর দেশটির ভাবমূর্তি উন্নত করতে এটির উদ্দেশ্য ছিল।
কিন্তু বেশ কিছু সাংগঠনিক ত্রুটির পর দেশটির কর্মকর্তারা ইতিমধ্যেই ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।
ভিআইপি বিভাগে সংঘর্ষের পর ইরাক ইতিমধ্যেই তার প্রতিবেশী কুয়েতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল কারণ এই মাসের শুরুর দিকে তার নেতার প্রতিনিধিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেয়।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএটি)