ফের বিয়ে করলেন চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৩, ১০:১৫| আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১০:২৭
অ- অ+
ছবি: সংগৃহীত

চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন ৯৩ বছর বয়সে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করেছেন। নিজের ৯৩তম জন্মদিনটি বিয়ে করে উদযাপন করলেন তিনি। শনিবার অলড্রিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন।

টুইটে অলড্রিন লেখেন, লস অ্যাঞ্জেলেসে একটি ছোট অনুষ্ঠানে ৬৩ বছর বয়সী ড. অ্যানকা ফাউরের সঙ্গে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ছোট পারিবারিক অনুষ্ঠান ছিল লস এঞ্জেলসে। বাড়ি থেকে পালানো কিশোরের মতো উত্তেজনা হচ্ছে।

অলড্রিনের অবশ্য এটাই প্রথম বিয়ে নয়। এর আগে আরও তিন বার বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কোনো বিয়েই স্থায়ী হয়নি। এটি বাজ অলড্রিনের চতুর্থ বিয়ে।

প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২০ জুলাই নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ। মিশন কমান্ডার ছিলেন নীল। অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নীল। বাজ চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা