ফের বিয়ে করলেন চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন!
চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন ৯৩ বছর বয়সে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করেছেন। নিজের ৯৩তম জন্মদিনটি বিয়ে করে উদযাপন করলেন তিনি। শনিবার অলড্রিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন।
টুইটে অলড্রিন লেখেন, লস অ্যাঞ্জেলেসে একটি ছোট অনুষ্ঠানে ৬৩ বছর বয়সী ড. অ্যানকা ফাউরের সঙ্গে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ছোট পারিবারিক অনুষ্ঠান ছিল লস এঞ্জেলসে। বাড়ি থেকে পালানো কিশোরের মতো উত্তেজনা হচ্ছে।
অলড্রিনের অবশ্য এটাই প্রথম বিয়ে নয়। এর আগে আরও তিন বার বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কোনো বিয়েই স্থায়ী হয়নি। এটি বাজ অলড্রিনের চতুর্থ বিয়ে।
প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২০ জুলাই নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ। মিশন কমান্ডার ছিলেন নীল। অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নীল। বাজ চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমআই)