মেহেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১২:৫১| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৪:৫৭
অ- অ+

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় শামীমা ইসলাম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ফিরোজ আহম্মেদ।

নিহত শামীমা ইসলাম গাংনী উপজেলার করমদী গ্রামের ফিরোজ আহম্মেদের স্ত্রী। তিনি গাংনীর করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।

স্থানীয়রা জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার করমদী গ্রাম থেকে শিক্ষিকা শামীমা ইসলাম তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে চলমান শিক্ষক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মালশাদহ নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে শিক্ষিকা শামীমা ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল করিম
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা