অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের চার ডিআইজি, জানুন তারা কারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:২৯ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:০৮

ডিআইজি পদমর্যাদার চার পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন।

তারা হলেন—পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ওয়াইএম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হওয়া চার কর্মকর্তার পদোন্নতির এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি-গ্রেড ২) এর দুইটি পদ শূন্য ছিল। আর পদোন্নতিজনিত কারণে আরও দুটি পদ শূন্য ছিল। ডিআইজি পদমর্যাদার এই চার পুলিশ কর্মকর্তা পদোন্নতি পাওয়ায় এই শূন্য পদ পূরণ হলো।

এদিকে অপর আরেক প্রজ্ঞাপনে, পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদ মর্যাদায় গ্রেড-১ পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গ্রেড-১ পাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম। তারা দুজনই অতিরিক্ত আইজিপি গ্রেড-১ চলতি দায়িত্বে কর্মরত আছেন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

নির্দিষ্ট সময়ে উদীচীর অনুষ্ঠান শেষ না করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত: ডিএমপি

পিআইবির পরিচালক হলেন কে এম শাখাওয়াত মুন

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

জীবন বীমায় নতুন এমডি, পরিচয় নিবন্ধনে নতুন ডিজি ও মহিলা সংস্থায় ইডি নিয়োগ

ঈদে মোটরসাইকেল নিয়ে ছুটিতে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

তিন যুগ্মসচিব নতুন দায়িত্বে

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত 

অগ্নিনিরাপত্তা জোরদারে ফায়ার পরিদর্শক পদে আরও ১০৩ কর্মকর্তার পদোন্নতি

রমজানে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের বিশেষ নির্দেশনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :