অতিরিক্ত ডিআইজি হলেন মোহাম্মদ আশফাকুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৭| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৫০
অ- অ+

পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি হলেন মোহাম্মদ আশফাকুল আলম। বর্তমানে তিনি লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত রয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আশফাকুল আলমকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (৪র্থ গ্রেড) পদে পদোন্নতি দেওয়া হলো। তাকে ১৩ জানুয়ারি থেকে অতিরিক্ত ডিআইজি পদে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করা হলো।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার।

এছাড়া পুলিশের চার ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তারা হলেন—পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ওয়াইএম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীর দনিয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিল কারা?
সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
এক দফা দাবিতে নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার মিলবে জুনে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা