বৈরাগ্য

তাসমিয়া তহুরা
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:৪৪
অ- অ+

শত শতাব্দীর প্রণয়ের প্রাসাদ

গুঁড়িয়ে দিয়ে উতল হাওয়ায় ধূলিস্যাৎ করে

পেয়েছো কতটুকু স্বস্তির নিঃশ্বাস?

সভ্যতার দুয়ারে আমি কি সত্যিই বেমানান?

নব্য চাঁদ আলেয়ার আলো বিলায়;

জন সমাগমে গা ভাসাও চিরায়ত নিয়মে।

আর আমি যেন উদোম অবলীলায়!

লজ্জা ভূষণ, শোষণ করে কেমন প্রশান্তি পাও?

যদি পারো, পূর্ণিমার আলোয় নিজেকে পরিস্কার দেখে নিও।

অপরাধ যার অপরাধী শুধু সে-ই হয় না!

জাগতিক নিয়মে আমার যন্ত্রণার নাম, অনুশোচনা।

আমি অপরাধী!

আমার রাজত্বে আঁধারে ঢেকে গেছে;

রাজপ্রাসাদে ঝুলছে মাটির পিদিমের নিভুনিভু প্রদীপ।

আমি উড়নচণ্ডী, বেসামাল; শহর ছেড়ে স্বপ্ন বেড়ায় বৈরাগ্যের পথে।

জীবনের বিতৃষ্ণার ব্যবচ্ছেদে শিক্ষিতের সমাজ ছেড়ে আমি নেমেছি মূর্খের দলে;

বাঘ শাবকের সাথে হবো বুনো।

মানব শাবকের পৃথিবীতে চরম অস্বস্তিতে ভূগতে থাকা আমি এক অসহায় প্রাণ।

আমাকে কেউ ক্ষমা করো।

বৈরাগ্যে বিবেক বলতে কিছু না; থাকে না সমাজ-সংসার।

ঘুচে যাক সমস্ত পৃথিবীর আলো, ইচ্ছে করে আমিই থামিয়ে দেই।

জীবন মায়ায় বেঁচে আছি না থাকার মতো।

আলো আঁধারের খেলায় বিশ্বাসঘাতকতা নিতান্তই অকল্পনীয়।

সমস্ত আস্থা ভেস্তে গেছে; আর ফিরবো না তোমাদের পৃথিবীতে।

ভালো থেকো ফুল-পাখি সকল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা