ঢাবির সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক।
প্রতিযোগিতায় যৌথভাবে রানার্স-আপ হয়েছেন মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. জোনায়েদ মিয়া এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল রবিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের সহনশীল করে তুলবে এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তি ধরে রাখতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসকে)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

জবি শিক্ষার্থীদের পেটালো স্থানীয়রা, তাকিয়ে দেখল পুলিশ!

‘প্রলয় গ্যাং’ সদস্যদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন ঢাবির

অ্যালামনাইদের বৃত্তি পেলেন ঢাবির ৫৩০ শিক্ষার্থী

এমবিবিএস ভর্তিতে আগের নিয়ম বহালের দাবি বিপিএমসিএর

ইবিতে ছাত্রী নির্যাতন: ১৪ দিনেও শোকজের জবাব দেননি সানজিদাসহ ৩ অভিযুক্ত

ঢাবির ত্রাস সেই প্রলয় গ্যাংয়ের দুই সদস্যকে সাময়িক বহিষ্কার

ঢাবির ছাত্রীদের পরীক্ষায় কান-মুখ খোলা রাখার নোটিশ স্থগিত করল হাইকোর্ট

স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় জবির ৫ শিক্ষার্থী আহত

ক্লান্তি ছাপিয়ে ইবি ক্যাম্পাসে প্রাণবন্ত ইফতার
