পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি ও জড়িতদের শনাক্তে দুই কমিটি গঠন

পাঠ্যপুস্তকের ভুল এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করতে দুটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি কমিটি সাত সদস্যের আরেকটি পাঁচ সদস্যের।
রবিবার বিকালে শিক্ষামন্ত্রী দীপু মনি দুই কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ওয়াহেদুজ্জামান চানকে। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের শিক্ষক আব্দুল হালিম এবং বিএফ শাহিন কলেজের শিক্ষক আব্দুল মান্নান।
এ কমিটির কাজ হবে পাঠ্যপুস্তকের ভুলত্রুটি ও বিতর্কিত বিষয় খুঁজে বের করা। ৩০ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে।
অন্য কিমিটির আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। এ কমিটি ভুল-ভ্রান্তির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কোন কোন কর্মকর্তা জড়িত তাদের খুঁজে বের করবে। দ্বিতীয় কমিটির প্রতিবেদন দিতে হবে ১৫ কর্মদিবসের মধ্যে।
মন্ত্রণালয়ের সূত্রটি জানিয়েছে, রবিবার বিকেলে কমিটি দুটির অনুমোদন দেওয়া হলেও দাপ্তরিক কাজ শেষ করে অফিস আদেশ জারি করা সম্ভব হয়নি। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে গত ২৪ জানুয়ারি শিক্ষামন্ত্রী ড. দীপু মনি নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি, তথ্য বিকৃতি ও ধর্মীয় উসকানি সংশোধনসহ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন, যার একটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছিলেন মন্ত্রী।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

ঢাবিতে জমে উঠেছে ইফতার বাজার

জাবিতে ছাত্রলীগ নেতার মাথা ফাটানোর অভিযোগে ৫ নেতাকর্মী বহিষ্কার

শেকৃবি হলের ১০ তলা থেকে পড়ে ছাত্রী আহত

হঠাৎ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিপত্নী ড. রেবেকা, হলেন প্রধান উপদেষ্টা

রাবিতে সভাপতির কক্ষে তালা মেরে শিক্ষার্থীদের আমরণ অনশন

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, পুলিশ মোতায়েন

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

ডিসিকে ‘স্যার’ বলতে বাধ্য করায় বেরোবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হওয়ার প্রস্তুতির আহ্বান মেয়র টিটু
