দেশের সত্যিকার হিরো কারা? ফেসবুকে জানালেন শাকিব খান

বাংলাদেশি চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। জনপ্রিয়তা কিংবা পারিশ্রমিক- সবদিক থেকেই তিনি সমসাময়িক সবার থেকে এগিয়ে। বহু তরুণীর স্বপ্নের হিরো শাকিব খান। তবে তিনি তো সিনেমার পর্দার হিরো। বাস্তব জীবনের সত্যিকার হিরো কারা? ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়ে সে কথা কিং খানই জানালেন।
রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক অচেনা যুবকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন শাকিব খান। অভিনেতার পোস্ট থেকে জানা যাচ্ছে, ওই যুবক একজন প্রবাসী বাঙালি, যিনি পরিবারের ভরণপোষণের জন্য যুক্তরাষ্ট্রে শ্রম দিচ্ছেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করছেন।
ওই যুবকের মতো যারা পরিবারকে ভালো রাখতে বিশ্বের বিভিন্ন দেশে শ্রম দিচ্ছেন, প্রতি মাসে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছেন, তাদেরকেই সত্যিকারের হিরো হিসেবে অ্যাখ্যা দিয়েছেন দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। কিং খানের সেই পোস্ট এরকম-
‘হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম। আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে ছেলেটি জড়িয়ে ধরল। শুরুতে সে কথা বলতে বারবার নার্ভাস হয়ে যাচ্ছিল। কথা বলে জানতে পারলাম ওর বয়স হবে ২০-২১ এর মতো।
যে বয়সে তার লেখাপড়া করার কথা, সেই বয়সে পরিবার স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসে থেকে পরিবারের হাল ধরেছে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম খেটে, খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। অবদান রাখছে দেশের অর্থনীতিতে। এতেই তার আত্মতুষ্টি! তার চোখে-মুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম।
চাকচিক্যবিহীন এই শহরে চোখ ধাঁধানো অনেক কিছু দেখা যায়। কিন্তু আমাকে স্পর্শ করা সবচেয়ে সুন্দর অনূভুতি ছিল এটি। প্রায়ই দেশের বাইরে অচেনা মানুষদের সঙ্গে দেখা হয়। যারা আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানায়। ক্ষণিকের দেখায় পাশে পেয়ে সুখ-দুঃখের অনুভূতি জানায়। এসব গর্বিত মানুষদের সঙ্গে কথা বললে আমিও মনের মধ্যে শীতল প্রশান্তি পাই।
প্রবাসের বিভিন্ন শহরের কোণে লুকিয়ে আছে আমার দেশের গর্বিত এসব মানুষেরা। তাদের কারণে সমৃদ্ধ হচ্ছে আমার বাংলাদেশের অর্থনীতি। সোনার বাংলা গড়তে তারা যে কতটা ভূমিকা রাখছে হয়তো তারা জানে না, অথচ নিরবে কাজ করে যাচ্ছে। আমার চোখে এই মানুষগুলো আসলেই সত্যিকারের হিরো।’
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

সোনায় সোহাগা! ছেলের পর মেয়ের অভিভাবক হলেন রাজ-শুভশ্রী

আড়াই বছর পর প্রকাশ্যে আরও এক নায়িকার গোপন বিয়ের খবর

তৃতীয়বারের মতো বগুড়া-৪ আসনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

ভালো কিছু দেবেন প্রধানমন্ত্রী, তাই সিদ্ধান্ত পাল্টালেন শাকিল খান

ফেরদৌসের পক্ষে নৌকার প্রচারে নামবেন ওপার বাংলার ঋতুপর্ণা

রায়হান রাফীর ‘মায়া’য় ইমন-সারিকা

ছোট দল বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী

এবার বাংলাদেশে আসছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’

চিত্রনায়ক শাকিল খানও হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী
