পদোন্নতি পাওয়া চার অতিরিক্ত আইজিপি স্বপদে বহাল থাকবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮

ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে সদ্য অতিরিক্ত আইজিপি হওয়া পুলিশের চার কর্মকর্তা স্বপদে থেকে তাদের দায়িত্ব পালন করবেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করা হলো। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২৫ জানুয়ারি চার ডিআইজি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। তারা হলেন-পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ওয়াইএম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।

একইদিন আরেক প্রজ্ঞাপনে দুই অতিরিক্ত আইজিপি গ্রেড-১ পদে পদোন্নতি পান। তারা হলেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :