সিংড়ায় আত্রাই নদীর বাঁধ অপসারণ, জাল জব্দ

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫২

আত্রাই নদী ও নাগর নদের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে দশটি বানা ও নেট জালের বাঁধ অপসারণ করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের উদ্যোগে বাঁধগুলো অপসারণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, নদী দখল করে অবৈধ ভাবে বানা ও নেট জাল দিয়ে মাছ শিকার করছিল এলাকার এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা। এতে নৌ চলাচল ও পানির গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বাঁধগুলো অপসারণ করা হয়েছে। এসময় ৮টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :