আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮

দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিএনপি নতুন করে রাজপথে নেমেছে ১০ দফা দাবিতে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার চায়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না।

শনিবার ভোলায় নিজ নির্বাচনী এলাকার কাচিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে একাধিক পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে সংবিধান অনুসারে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই। বিএনপি যেসকল অবাস্তব দাবি করে তার কোনো মূল্য নেই।

বিএনপির একটি অত্যাচারী দল উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপির ক্ষমতার সময় মানুষের ওপর কি অমানবিক অত্যাচার করেছে। তাদের অত্যাচারে মা-বোনেরা পানির মধ্যে পালিয়েও রক্ষা পায়নি। সেখান থেকে ধরে এনে নির্যাতন করা হয়েছে। বিএনপি একটি অত্যাচারী দল।

ভোলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ভোলায় পর্যপ্ত গ্যাস রয়েছে যা সারাদেশে সরবরাহের পাশাপাশি ভোলায়ও শিল্প কল-কারখানা গড়ে তোলা হবে। আমাদের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রিজ একদিন না একদিন হবেই হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন। আগামী নির্বাচনে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান তিনি।

তোফায়েল আহমেদ পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :