মূল্য তালিকা না থাকায় তাহিরপুরে তিন দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভোক্তা অধিকার আইনে তিন দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি।

তিনি সোমবার বেলা সাড়ে ১১টায় তাহিরপুর সদর বাজারে এই জরিমানা করা হয়।

উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ও বিভিন্ন পণ্যের মূল্য বেশি রাখায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা না থাকায় আরমান মেশিনারীজ, মুক্তা টেলিকম ও ইসলাম টেলিকম প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) আসাদুজ্জামান রনি জানান, আজকে সকালে বাজারে তিনটি দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, কোনো ছাড় দেয়া হবে না।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :