গাজীপুরে বিভিন্ন অপরাধে জড়িত ৮ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩
অ- অ+

গাজীপুরের টঙ্গী এলাকায় ৮টি ছুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানা এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হৃদয় হাসান (২০), মো হৃদয় (১৮), মো. বাবু (১৭), সাব্বির (১৭), তরিকুল ইসলাম (১৩), রাজা (১৭), রাকিব (১৬) ও রিয়াদ (১৬)। তাদের সবার বাসা টঙ্গী পূর্ব এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী থানার ওসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে টঙ্গী স্টেশন রোড থেকে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যেত। এসব অপরাধের কারণে আটককৃতদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোনো দুষ্কৃতকারীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা