পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে বিধবার অনশন

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮
অ- অ+

ফরিদপুরের সালথায় পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে এক বিধবা নারী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন সমাধান হয়নি। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

৬ বছর আগে অনশনকারী ৩২ বছর বয়সী ওই নারীর স্বামী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে দুটি ছেলে সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করেন তিনি। ওই নারী বিধবা হওয়ার সুযোগ নেয় প্রতিবেশী তিন সন্তানের জনক একই গ্রামের মৃত ইসরাইল মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৪০)। একপর্যায় দুজনই পরকীয়ায় জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার রাতে ওই নারী ঘরে আসেন জাহিদ। বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন। ধস্তাধস্তি করে জাহিদ পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। রাত ২টার দিকে ওই নারী জাহিদের বাড়িতে গিয়ে ওঠেন। পরে ঘরের খাটের উপর অবস্থান নেন। ঘটনাটি উভয় পরিবারই বিপাকে পড়েন। বাড়িতে ক্রমেই উৎসুক জনতার ভিড় জমছে।

অনশনকারী নারী বলেন, এখন আমি সমাজে মুখ দেখাতে পারব না। একমাত্র জাহিদের সাথে আমার বিয়ে হলেই এর সমাধান হবে। অন্যথায় আমি কোথাও যাব না। এখন যদি জাহিদ আমাকে বিয়ে না করে, মরণ ছাড়া আমার কোন পথ খোলা নেই।

অভিযুক্ত জাহিদ মুঠোফোনে বলেন, আমার সাথে ওই নারীর কোন সম্পর্ক নাই। স্থানীয় গ্রাম্য দলপক্ষের কারণে ওই নারীকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদযাত্রা: ট্রেনে ২৬ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে আজ
বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
খুলনায় দৃর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
আলোচিত আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা