আন্তর্জাতিক মানদণ্ডে জবির ৩৮ বিভাগের ২৩টি পাঠদানের অনুপযোগী

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১০

বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অনুপাতের ন্যূনতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক থাকতে হবে ন্যূনতম একজন। জাতীয় পর্যায়েও দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে প্রচলিত এই মানদণ্ড অনুসরণে দীর্ঘদিন ধরেই নির্দেশনা দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কিন্তু তা পূরণ করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৩টি বিভাগ। এমন তথ্য উঠে এসেছে ইউজিসির সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৮টি বিভাগে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক মান আছে মাত্র ১৫টি বিভাগে। যা বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগের মাত্র এক-তৃতীয়াংশ। বাকি ২৩টি বিভাগের মধ্যে নয়টি বিভাগ এই মানদণ্ডের ধারেকাছেও নেই।

শুধু শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত নয়, ক্লাসরুমের মান নিয়েও অসন্তুষ্ট শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায় বিভিন্ন বিভাগের ক্লাসরুমগুলোর সামনে করিডরে স্তুপ করে রাখা হয়েছে পুরাতন বেঞ্চসহ ভাঙা জিনিসপত্র। এতে সমস্যার সৃষ্টি হচ্ছে স্বাভাবিক চলাফেরায়। ময়লার স্তরের কারণে নিশ্চিত করা যাচ্ছে না ল্যাবের কার্যকারী পরিবেশ। বিজ্ঞান ভবনের বেশিরভাগ ক্লাসরুমের জানালার গ্লাস গুলো ভাঙা থাকায় শীতের ঠান্ডা বাতাস রুমে বয়ে যায়। অতিরিক্ত ঠান্ডায় মনোযোগ দিয়ে ক্লাস করা কঠিন হয়ে পড়ে জানান শিক্ষার্থীরা। বিজ্ঞান ও কলা ভবনের বেশিরভাগ ক্লাসরুমেই ফাটল দেখা দিয়েছে। এক বেঞ্চে তিন থেকে চারজন করে বসতে হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক সংখ্যা মাত্র ৬৭৮ জন। অর্থাৎ ২৪ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। এর মধ্যে প্রায় দেড় শতাধিক শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন।

শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২৪ এর মধ্যে আছে সর্বোমোট ২১টি বিভাগ। যা বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগের প্রায় অর্ধেক। এই বিভাগগুলো ছাড়া ১:২৫ থেকে ১:৩০ এর মধ্যে রয়েছে মাত্র আটটি বিভাগ। ১:৩১ থেকে ১:৩৫ এর মধ্যে পাঁচটি বিভাগ ও ১:৩৬ থেকে ১:৪০ এর মধ্যে রয়েছে চারটি। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সবচেয়ে পিছিয়ে আইন বিভাগ। এই বিভাগে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪০। অর্থাৎ প্রতি ৪০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। একই দশা ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগেও। এই বিভাগে ৩৯ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আকী আক্কাস বলেন, ‘আমাদের কয়েকজন শিক্ষক বাইরে রয়েছেন। ইতোমধ্যে নতুন দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রশাসনকে জানিয়েছি। সেই অনুযায়ী নিয়োগ হলে এই তারতম্য কমে আসবে।’

এদিকে সবচেয়ে করুণ অবস্থায় থাকা বাকি বিভাগগুলোর মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা ৩৭, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনায় ৩৬, লোক প্রশাসন বিভাগে ৩৫, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৩৪, ইতিহাস বিভাগে ৩৩ জন করে শিক্ষার্থী।

বিভাগগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ফার্মেসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ। এই দুই বিভাগে প্রতি ১০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক। এছাড়াও মাইক্রোবায়োলজিতে ১২, প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞানে ১৬, বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে ১৭, মনোবিজ্ঞানে ১৮ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক।

এসব ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি তুলনামূলকভাবে নতুন। যার ফলে সব বিভাগে পর্যাপ্ত শিক্ষককের নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ধীরে ধীরে সবগুলো বিভাগকেই এই মানদণ্ডের ভেতরে আনা হবে। তাছাড়া ভবনগুলো অনেক পুরাতন হওয়ায় কিছু ত্রুটি পরিলক্ষিত হলে তাৎক্ষণাত আমরা তা সমাধানের চেষ্টা করি।’

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

কুবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসির

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল

এই বিভাগের সব খবর

শিরোনাম :