কলকাতা বইমেলায় বিশেষ পুরস্কার পেল বাংলাদেশ প্যাভিলিয়ন

কলকাতার বইমেলায় বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।
রবিবার বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এ পুরস্কার ঘোষণা করে।
স্টল নির্মাণের জন্য এ পুরস্কার পেল বাংলাদেশ। বাংলাদেশের প্যাভিলিয়নটি সাড়ে ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত হয়েছে। দেশের ৪৩টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেয়। বাংলাদেশ প্যাভিলিয়ন গড়া হয়েছে ঢাকার বঙ্গভবনের আদলে।
রবিবার বিকালে বইমেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মো. শামছুল আরিফ পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, সংসদ সদস্য দোলা সেন, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ।
গত ৩০ জানুয়ারি কলকাতার সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন হয় ৩১ জানুয়ারি। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

ই-বুককে পাঠকের নিকট আকৃষ্ট ও সহজলভ্য করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কাজী নজরুল ছিলেন মানবজাতির কবি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী

নিজেকে খুঁজি

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ এক ধারাবাহিক উত্তরণের লেখচিত্র

প্রেম: দান্তে-বিয়াত্রিচে

ঘোর কাটে না গোর অবধি

আনন্দবাদী রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন

মা’র আশিসের শীতল-ছায়া
