আমি নিম্ন আয়ের মানুষের বেদনা বুঝি: প‌রিকল্পনামন্ত্রী

মো. মুন্না মিয়া, লন্ডন
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৫
অ- অ+

নিজেকে নিম্ন আয়ের পরিবারের মানুষ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ব‌লে‌ছেন, আমি নি‌জেও নিম্ন আ‌য়ের প‌রিবা‌রের মানুষ। তাই মানু‌ষের সুখ-দুঃখ, বেদনা বুঝি। বিশেষ করে আমি এসব মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, যোগ‌া‌যো‌গব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছি। এসব কাজ করতে আমি বে‌শি আগ্রহী। ইতোমধ্যে হাওরাঞ্চলের জনপদ সুনামগঞ্জ জেলাবাসীর জন্য আমি যোগা‌যো‌গব্যবস্থা উন্নত করতে বিভাগের সর্ববৃহৎ রাণীগঞ্জ সেতু নির্মাণ করেছি। ফলে ভাটি অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা উন্নত হয়েছে। তারা এখন আর সি‌লেট হ‌য়ে ঢাকা যায় না, রাণীগঞ্জ সেতু দি‌য়ে ঢাকা যায়- এতে তা‌দের সময় ও অর্থ অপচয় রোধ হয়েছে।

হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে আরও দুয়েকটা বড় প্রকল্প হাতে নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী মান্নান বলেন, আমি হাওরাঞ্চলের উন্নয়নের জন্য আরও দুয়েকটা বড় প্রকল্প হাতে নিয়েছি। তার মধ্যে সুনামগঞ্জ টু নেত্র‌কোনা ফ্লাইওভার। যার কাজ দ্রুত শুরু হ‌বে।

শ‌নিবার যুক্তরাজ্য সময় দুপু‌রে লন্ড‌নের গ্রিন স্ট্রি‌ট এলাকায় নিজ নির্বাচনী এলাকার প্রবাসী‌দের স‌ঙ্গে মতবি‌নিময় সভায় এসব কথা ব‌লেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের এ সংসদ সদস্য।

মন্ত্রী আরও ব‌লেন, আমার বিশ্বাস- আমি য‌দি বেঁচে থা‌কি নেত্রী আমা‌কে দা‌য়িত্ব দে‌বেন, তার আমার প্র‌তি একটা বিশ্বাস আছে। আমি খুবই নেত্রীর প্র‌তি অনুগত, দ‌লের প্র‌তি অনুগত, দে‌শের প্র‌তি অনুগত, বঙ্গবন্ধুর প্র‌তি অনুগত। আমার একটাই দিশা, বঙ্গবন্ধু, শেখ হা‌সিনা, আওয়ামী লী‌গের ও সাধারণ মানু‌ষের উপকার হয়- এ ধর‌নের কা‌জে আগ্রহী। আমার একমাত্র কান্নাকা‌টির জায়গা আল্লাহ তায়ালা ও এলাকার মানুষ। তা‌দের কা‌ছে আমি চিরদিন ঋণী।

মত‌বি‌নিময় সভায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রবাসী রাজনীতিক ও কমিউনিটি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা