গৌরব ৭১ যুক্তরাজ্যের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৬

গৌরব ৭১ যুক্তরাজ্যের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কামালের পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন থেকে তেলাওয়াত করেন নূরজ্জামান খান। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্যদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবদুল আহাদ চৌধুরী- সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ, শাহ্ শামিম- দপ্তর সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সাঈদ আহাম্মেদ সাদ- সভাপতি সেচ্ছাসেবক লীগ, যুক্তরাজ্য, আফসার খান সাদেক- যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগ, জামাল খান- যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগ, যুক্তরাজ্য, আতিয়ার রসুল কিটন- সাবেক সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক, ইতালি আওয়ামী লীগ, ড. রাজ্জাক- নির্বাহী পরিচালক, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিচার্স সেন্টার, মইন কাদেরি- কাউন্সিলার বার্কিং এন্ড ডেগেনহ্যাম, ফারুক আহাম্মেদ- সহসভাপতি স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাজ্য, আনোয়ার খান- সাংগঠনিক সম্পাদক, যুবলীগ, মিডিয়া ব্যক্তিত্ব নূরুনবী, রিন্টু আহম্মেদ- সহসভাপতি, মিলানো আওয়ামী লীগ, মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদিন রোজ, ফকরুল ইসলাম- ইতালি আওয়ামী লীগ, সোয়েব দেওয়ান- যুগ্ম সাধারণ সম্পাদক, ইতালি আওয়ামী লীগ, নূরুজ্জামান খান, মিয়া স্বপন, নাসিমা আক্তার নুপুর- সহসভাপতি ইতালি মহিলা আওয়ামী লীগ, বীথি স্বপন, হাবিবুর রায়হান শহিদ- সাবেক সভাপতি বঙ্গবন্ধু পরিষদ ইতালি, জহিরুল ইসলাম, কামরুজ্জামান দুলাল, মিজানুর রহমান বারী, জালাল, গোকুল চন্দ্র দাস, নাজমা সুলতানাসহ আরো অনেকে।

আলোচনা অনুষ্ঠানটি উৎসর্গ করেন একুশের অমর সেই গান “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”গানের রচিয়তা, ভাষাসৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরীকে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন হাকিম সিক্দার- সাবেক সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :