বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের তিনমাথা রেলগেট এলাকা এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বৃদ্ধ পুরান বগুড়া এলাকা থেকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে তিনমাথার দিকে যাচ্ছিলেন। এ সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ রেল লাইনের পাশে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রকাশ চন্দ্র সরকার বলেন, নিহতের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন