যে ২৬ হলে দেখা যাচ্ছে ‘ওরা ৭ জন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২৩, ১৫:২৭

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ২৬ হলে মুক্তি পেল মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। এটি পরিচালনা করেছেন ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান।

‘ওরা ৭ জন’ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে। তাদের ভূমিকায় দেখা যাবে- ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব ও খিজির হায়াত খান।

এছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন জাকিয়া বারী মম, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, হামিদুর রহমানসহ অনেকে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘ওরা ৭ জন’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত সবাই সিনেমাটির প্রশংসা করেন। পাশাপাশি সেন্সর বোর্ডের সদস্যদেরও মন জয় করে সিনেমাটি।

যেসব হলে সিনেমাটি মুক্তি পেয়েছে

স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা শপিং মল, পান্থপথ, স্টার সিনেপ্লেক্স- সনি স্কয়ার, মিরপুর, স্টার সিনেপ্লেক্স- বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, ব্লকবাস্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক, মধুবন সিনেপ্লেক্স- বগুড়া, সিলভার স্ক্রিন- চট্টগ্রাম, সুগন্ধা- চট্টগ্রাম, শ্যামলী স্কয়ার- ঢাকা, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার- সিলেট, মধুমিতা- ঢাকা, সেনা অডিটরিয়াম- ঢাকা ক্যান্টনমেন্ট, বিজিবি অডিটরিয়াম- ঢাকা।

সেনা অডিটরিয়াম- সাভার ক্যান্টনমেন্ট, আনন্দ সিনেপ্লেক্স- গুরুদাসপুর, লায়ন সিনেমাস- কেরানীগঞ্জ, নন্দিতা- সিলেট, নিউ মেট্রো- নারায়ণগঞ্জ, ছায়াবানী- ময়মনসিংহ, শঙ্খ- খুলনা, চন্দ্রিমা- শ্রীপুর, রুটস সিনে ক্লাব- সিরাজগঞ্জ, সোনালী- টেকের হাট, বনলতা- ফরিদপুর, মোহন- হবিগঞ্চ, মাধবী- মধুপুর, উল্কা- গাজীপুর।

(ঢাকাটাইমস/৩মার্চ/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :