খারাপ পিচ বানিয়ে শাস্তি পেল ভারত
গাভাস্কার-বোর্ডার সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ভারতের ইন্দোর স্টেডিয়ামে। কিন্তু ম্যাচের প্রথম দিন থেকেই সমালোচিত হতে থাকে ইন্দোরের পিচ। আড়াই দিন আগেই শেষ হয়ে যাওয়ার পর এবার শাস্তি পেল ইন্দোর স্টেডিয়াম। বাজে বা খারাপ পিচ আখ্যা দিয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ম্যাচ শেষে পিচ সম্পর্কে অসন্তোষ জানিয়ে বিবৃতি দিয়েছেন আইসিসির নিযুক্ত ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তিনি বলেন, 'পিচ খুবই শুকনা ছিল। ম্যাচের শুরু থেকেই স্পিনারদের সুবিধা দিয়েছে। ব্যাটারদের বল খেলার মতো অবস্থা ছিল না। ম্যাচের পঞ্চম বলে ম্যাচের পঞ্চম বলটা পিচ ভাঙে এবং মাঝে মাঝেই পিচ ভেঙে যেতে থাকে পুরো ম্যাচজুড়েই অত্যধিক এবং অসম বাউন্স ছিল।'
উল্লেখ্য, ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের েইনিংসে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তুলে ১৯৭ রান। দ্বিতীয় ইনিংসে ভারত তুলে ১৬৩ রান। ফলে মাত্র ৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আড়াই দিন আগেই জয় নিশ্চিত করে অজিরা।
(ঢাকাটাইমস/০৪মার্চ/এমএম)