ক্যানোলা খুলতে গিয়ে শিশুর আঙুল কাটলেন আয়া, তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৩:১৭ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৩, ১২:৫৯
হাসপাতালে চিকিৎসাধীন শিশু।

পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুর হাতে লাগানো ক্যানোলা খুলতে গিয়ে আঙুলের একাংশ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে।

রবিবার হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ঠান্ডাজনিত রোগের কারণে ২৩ দিনের এক নবজাতককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন কুষ্টিয়ার মিরপুর থেকে আসা বাবা চন্দন পাল। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন বিকালেই তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানুলা খুলতে আসেন একজন আয়া। তখনই বাঁধে বিপত্তি। ক্যানুলা কাটতে গিয়ে শিশুটির হাতের একটি আঙুল কেটে ফেলেন ওই আয়া। শিশুটির চিৎকারে ছুটে আসেন অন্যান্য রোগীরা। তখন সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান আয়া।

শিশুটির মা ও বাবা বলেন, ক্যানোলা খোলার জন্য নার্সকে ডাকাডাকি করলে সেখানকার এক আয়া ক্যানোলা খুলতে আসেন। তাকে ক্যানোলা খুলতে বারবার বারণ করলেও কথা শোনেননি। এই ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়স্বজনও বিষয়টি নিষেধ করেন। এখন আমাদের মেয়েটির ভবিষ্যতে নষ্ট হয়ে গেল। এর বিচার কে করবে? হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর।

এর আগে পাবনা জেনারেল হাসপাতালে গত বছরের জুলাই মাসে ডায়রিয়ার চিকিৎসা নিতে গিয়ে হাতের তিনটি আঙুল হারায় ১৩ মাস বয়সী শিশু তাছিম।

(ঢাকাটাইমস/৫মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :