ধোলাই ঠেকাতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম দুই ওয়ানডে ম্যাচে পরাজয়ে আগেই সিরিজ হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ (ধবল ধোলাই) ঠেকানোর মিশনে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। বাংলাদেশ সময় দুপুর ১২টায় মাঠে গড়ায় ম্যাচ। টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।
ধবলধোলাই এড়ানোর মিশনে এক পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে নেওয়া হয়েছে এবাদত হোসেনকে।
অপরদিকে, সফরকারীদের একাদশে রয়েছে একাধিক পরিবর্তন। এক ম্যাচ পর দলে ফিরেছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। এছাড়া ওয়ানডেতে অভিষেক হচ্ছে বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
(ঢাকাটাইমস/০৬মার্চ/এসএম)

মন্তব্য করুন