শুরুর চাপ সামলে নিচ্ছেন মুশফিক-শান্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে সেই চাপ সামলে নিচ্ছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৮ রান।
এখন ২৫ রানে মুশফিক ও ১ রানে শান্ত অপরাজিত রয়েছেন।
চট্টগ্রামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা তামিম ইকবাল খান। কিন্তু ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে শূন্যরানে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। তৃতীয় ওভারে ১১ রানে আউট হন তামিম ইকবাল। দুটি উইকেটই নেন ইংলিশ পেসার স্যাম কুরান।
শুরতেই দুই উইকেট হারিয়ে খানিকটা দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। অতপর তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত দুজন মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৪১ রানের জুটি।
(ঢাকাটাইমস/০৬মার্চ/এমএম)

মন্তব্য করুন