আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সোহেল তানভীর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২৩, ২০:৫৬

দেশের জার্সি গায়ে খেলা হয় না অনেক দিন। এরপরও অবসর নেননি পাকিস্তানি পেসার সোহেল তানভীর। অতপর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই বাঁ-হাতি পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা নিশ্চিত করেছেন তিনি।

নিজের অবসরের কথা জানিয়ে সোহেল তানভীর লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। তবে সামনে শুধু ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবো। দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিকে অসংখ্য ধন্যবাদ।’

পাকিস্তানর জার্সিতে অভিষেক হওয়পার পর আন্তর্জাতিক ক্রিকেটে দুটি টেস্ট, ৬২টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলার গৌরব অর্জন করেন সোহেল তানভীর। আর উইকেট নিয়েছেন মোট ১৩০টি।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :