মিয়ানমারে নির্বাচন বিলম্বের ইঙ্গিত জান্তা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৩, ১৫:৪৯
অ- অ+

সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করে আবারও নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটিতে আগামী বছরের শেষের দিকে জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হবে বলে শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে জান্তা সরকার। খবর এএফপি’র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে সামরিক সরকার। সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটি অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। পরবর্তীতে মিয়ানমারের বিভিন্ন এলাকায় সামরিক এবং অভ্যুত্থান বিরোধী শক্তির মধ্যে লড়াইয়ের কারণে ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়।

অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’

এর আগে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশে ‘সঠিক’ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য একটি জাতীয় আদমশুমারি প্রয়োজন। তিনি যে কোনো নির্বাচনের আগে একটি আদমশুমারির পরমর্শ দেন।

তিনি আরও বলেন, নতুন নির্বাচন কেবল তখনই হতে পারে যখন দেশ ‘স্থিতিশীল থাকবে।’ গত ফেব্রুয়ারিতে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাসের বাড়ানোর ঘোষণা দেয়। তখন তারা নির্বাচন পিছিয়ে দিয়ে বলেছিল যে, এটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

তবে পর্যবেক্ষকরা বলছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নতুন কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।

(ঢাকাটাইমস/১০মার্চ/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা