মিরপুরে জামায়াত-শিবিরের ৫৭ নেতাকর্মী আটক

রাজধানীর মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে জামায়াত-শিবিরের ৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে মিরপুরের ক্যাপিটাল টাওয়ার মার্কেটে অভিযান চালানো হয়। সেখান থেকে তারা আটক হয়।
রবিবার সকালে দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ ঢাকা টাইমসকে বলেন, ‘রাতের অভিযানে ৫৭ জনকে আটক করা হয়েছে। তারা সরকার বিরোধী বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজই আদালতে পাঠানো হবে।’
এদিকে জামায়াতে নেতাকর্মী আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দলটি। তারা দুপুরে সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া জানাবে।
ঢাকাটাইমস/১২মার্চ/এসএস/এফএ

মন্তব্য করুন