ডিএনসিসিতে মশক নিধন কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২৩, ২০:৫৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন কর্মী ও মশক সুপারভাইসারদের দক্ষতা বাড়াতে চলছে প্রশিক্ষণ প্রদান।

রবিবার বেলা ১১টা থেকে দিনব্যাপি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল- ৭ ও ৮ এ কর্মরত মশক নিধন কর্মীদের উত্তরা কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ প্রদান করা হয়।

গত ১ মার্চ থেকে মশক নিধন কর্মী ও মশক সুপারভাইসার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইতোমধ্যে অঞ্চল-১,২,৩,৪,৫ ও ৬ এর মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামী ১৩ মার্চ, সোমবার মহাখালী কমিউনিটি সেন্টারে অঞ্চল-৯ ও ১০ এর মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

মশক কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিতে তাত্ত্বিক বিষয় ছাড়াও হাতে কলমে মশার প্রজনন স্থল শনাক্তকরণ ও ধ্বংস এবং কীটনাশক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. মো. জোবায়দুর রহমান, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারোয়ার, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার প্রমুখ।

(ঢাকাটাইমস/১২মার্চ/কেআর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :