চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে ৬টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জীবননগর উপজেলার ৬টি আসনে নৌকার প্রার্থী ও আলমডাঙ্গা উপজেলার ২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ৯টায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ৮টি ইউপি চেয়ারম্যান ও সদস্য পদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এর আগে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে।
আলমডাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন এবং জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছেন। তার মধ্যে চশমা প্রতীক নিয়ে ৪৬০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মিনাজ উদ্দীন, তার নিকটতম প্রার্থী জাহিদুল ইসলাম বাদল নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪১৫০ ভোট।নাগদাহ ইউনিয়নে ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে চশমা প্রতীক নিয়ে ৪০৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, তার নিকটতম প্রার্থী হায়াত আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫২৭ ভোট। জীবননগর উপজেরার মনোহরপুর ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৬৩০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন সোহরাব হোসেন খাঁন সুরোদ্দিন, তার নিকটতম প্রার্থী কামরুজ্জামান আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ২৪৯২ ভোট।
কেডিকে ইউনিয়নে ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৭৬৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন খায়রুল বাশার শিপলু, তার নিকটতম প্রার্থী তানভির হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০৬১ ভোট।
উথলী ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৫৩৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আব্দুল হান্নান, তার নিকটতম প্রার্থী আফজালুল হক ধিরু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪০৫ ভোট।
রায়পুর ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৩৫৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন তাহাজ্জত হোসেন মির্জা, তার নিকটতম প্রার্থী সাজ্জাদ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৫২ ভোট।
হাসাদাহ ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৬৪৪৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন রবিউল ইসলাম (রবি বিশ্বাস), তার নিকটতম প্রার্থী সামছুল আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৬৫ ভোট।
বাঁকা ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৫৭২০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আব্দুল কাদের প্রধান, তার নিকটতম প্রার্থী হাফিজুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩৪ ভোট।
সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবিব খান। ভোটের ফলাফল নিশ্চিত করেছেন আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এজিএম মোস্তফা ফেরদৌস এবং
জীবননগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান ও মেজর আহম্মেদ।
(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএ)

মন্তব্য করুন