সাভারে রংমিস্ত্রির রহস্যজনক মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৭:৪৯ | প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ১৭:৩৮

ঢাকার সাভারে ত্রিপলের ছাউনিতে ঢাকা এক রংমিস্ত্রির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে সাভারের ফুলবাড়িয়ার ভরারী মডেল টাউন এলাকার একটি বালুর মাঠের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সম্রাট দেওয়ান (২৪)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার লিটন দেওয়ানের ছেলে। তিনি ওই এলাকায় একজন রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে একটি রশি ঝুলানো থাকলেও আমরা মরদেহ মাটিতে পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার পরে রশি ছিড়ে মরদেহ মাটিতে পরে থাকতে পারে। তবে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল ঢাকা টাইমসকে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রত্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :